হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন আজ আবারও আপনাদের কাছে আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যদিও এটা নতুন না অনেকে নাম জানেন কিন্তু সকলে হইতো বানাতে পারেন না তাই এই রেসিপি এটার নাম ভাপা ইলিশ। ভাপা ইলিশ মাছ রান্না কিভাবে করবেন
বাঙালি অনেক রকম ইলিশ মাছের রান্নাও করে থাকেন যার মধ্যে রয়েছে সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছের পাতুরি আরও অনেক কিছু আজ আমরা জানবো ভাপা ইলিশ কিভাবে রান্না করে।
উপকরণ :
- ইলিশ মাছ ১৬ পিস।
- ঝাল কাঁচা লঙ্কা ৮ টা।
- পরিমাণ মত গুড়ো হলুদ।
- পরিমাণ মত নুন।
- সরষের তেল ১৬ চামচ।
- সরষে বাটা ৮ চামচ।
প্রস্তুত প্রনালী :
- প্রথমে মাছের পিস গুলো ভাল করে ধুঁয়ে ফেলুন।
- এবার একটি পাত্রে মাছ গুলো রেখে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সরষে বাটা, তেল দিয়ে ভাল করে মাখুন।
- একটি টিফিন কৌটায় রেখে ভাল করে তার মুখটা এটেঁ দিন।
- ফু্টন্ত ভাতের হাঁড়িতে রেখে ঢাকা দিয়ে দিন ভাত নাবাবার আগে নামিয়ে নেবেন।
- এইভাবে আপনি প্রেসার কুকার বা ভাতের হাঁড়ির ভেতরে সামান্য জল দিয়ে তার ওপর বাঁশের কঙ্চির চালা মতো করেও টিফিন কাঁড়িটা রাখতে পারেন।
- হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়বে ১০ মিনিট পড়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
শেষ কথা
বন্ধুরা আশা করি ভাপা ইলিশ রান্নার পোস্ট আপনার ভাল লাগলো এবং আপনি এবার খুব মজা করে খাবেন। এমনি আরও রেসিপি পেতে আমাদের পোস্ট সোসাইল সাইটে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের উৎসাহ দিন ধন্যবাদ।
আমাদের আরও পোস্ট দেখুন RANNARECIPES.COM